১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ধানক্ষেতে অটোরিকশা চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 13

ধানক্ষেতে মরদেহ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরার ভিটা এলাকায় একটি ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত বেলাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত চালক ও তার অটোরিকশাটি ফুলবাড়ি থেকে এনে নাগেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

নাগেশ্বরীতে ধানক্ষেতে অটোরিকশা চালকের মরদেহ

সময় ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরার ভিটা এলাকায় একটি ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত বেলাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত চালক ও তার অটোরিকশাটি ফুলবাড়ি থেকে এনে নাগেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।”