০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ১০:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 37

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সরকারি নির্দেশ লংঘন করে অবৈধভাবে ইটভাটা চালানো দায়ে তিনটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

অভিযানে বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিচালক রেজাউল করিমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পরিবেশঅধিদপ্তর জানায়, আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু মালিক অবৈধভাবে ইটভাটা চালু করে আসছিল। এর প্রেক্ষিতে ঘুমধুম ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে মাটি তৈরী কাচাঁ ইট ও পানির মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়। এসময় তিনটি ইনভাটা মালিকদের তিন লক্ষ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সেগুলো হল- মেসার্স এইচ কেবি, মেসার্স জেড এসবি ও মেসার্স বি এইচবি ফিল্ড।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিচালক রেজাউল করিম বলেন, শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলা নয়, বান্দরবানে কোন ইটভাটা চালু করতে দেয়া হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

সময় ১০:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সরকারি নির্দেশ লংঘন করে অবৈধভাবে ইটভাটা চালানো দায়ে তিনটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

অভিযানে বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিচালক রেজাউল করিমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও পরিবেশঅধিদপ্তর জানায়, আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু মালিক অবৈধভাবে ইটভাটা চালু করে আসছিল। এর প্রেক্ষিতে ঘুমধুম ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে মাটি তৈরী কাচাঁ ইট ও পানির মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়। এসময় তিনটি ইনভাটা মালিকদের তিন লক্ষ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সেগুলো হল- মেসার্স এইচ কেবি, মেসার্স জেড এসবি ও মেসার্স বি এইচবি ফিল্ড।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিচালক রেজাউল করিম বলেন, শুধু নাইক্ষ্যংছড়ি উপজেলা নয়, বান্দরবানে কোন ইটভাটা চালু করতে দেয়া হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করা হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।