০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সময় ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 36

নরসিংদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবো উপজেলায় অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৫টার দিকে স্থানীয়রা খামারেরচর ব্রিজের নিচে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাঈম মোল্লা জানান, তিনি বাড়ি ফেরার পথে খামারেরচর ব্রিজের কাছে মানুষের ভিড় লক্ষ্য করেন। সেখানে গিয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান। কেউ থানায় খবর না দেওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হই। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

শেয়ার করুন

নরসিংদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সময় ০৯:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নরসিংদীর বেলাবো উপজেলায় অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে বেলাবো থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৫টার দিকে স্থানীয়রা খামারেরচর ব্রিজের নিচে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাঈম মোল্লা জানান, তিনি বাড়ি ফেরার পথে খামারেরচর ব্রিজের কাছে মানুষের ভিড় লক্ষ্য করেন। সেখানে গিয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান। কেউ থানায় খবর না দেওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হই। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”