০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দল নিয়ে নাহিদ ইসলামের টুইস্ট!

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১১:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

উপদেষ্টা নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে টুইস্ট (প্যাঁচিয়ে ভিন্ন অর্থ করা) করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সপ্তাহের শেষ নাগাদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক দল গঠন, তাতে তার যোগদান এবং সরকার থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “আমি বিভিন্ন সময়ে আমার অবস্থান জানিয়েছি। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে অনুমানের ভিত্তিতে নানা তথ্য ছড়ানো উচিত নয়।”

তিনি আরও বলেন, “বাইরের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, অনেক আগেই একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা বলেছে। আমি সে দলে যুক্ত হওয়ার বিষয়ে চিন্তা করছি। যদি যোগ দেই, তবে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই করবো। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, তবে সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হতে পারেন। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

শেয়ার করুন

নতুন দল নিয়ে নাহিদ ইসলামের টুইস্ট!

সময় ১১:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে টুইস্ট (প্যাঁচিয়ে ভিন্ন অর্থ করা) করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সপ্তাহের শেষ নাগাদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন রাজনৈতিক দল গঠন, তাতে তার যোগদান এবং সরকার থেকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “আমি বিভিন্ন সময়ে আমার অবস্থান জানিয়েছি। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে অনুমানের ভিত্তিতে নানা তথ্য ছড়ানো উচিত নয়।”

তিনি আরও বলেন, “বাইরের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, অনেক আগেই একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগের কথা বলেছে। আমি সে দলে যুক্ত হওয়ার বিষয়ে চিন্তা করছি। যদি যোগ দেই, তবে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই করবো। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, তবে সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দলে নাহিদ ইসলাম আহ্বায়ক হতে পারেন। তবে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য সচিব নিয়ে নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।