০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
তীব্র যানজট ও ভোগান্তি

ঢাকায় সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 47

জরিমানার সিদ্ধান্ত বাতিল

রাজধানীর বিভিন্ন সড়কে আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার সকাল থেকে অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। মিটারের ভাড়া না মানলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। অবরোধের ফলে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে রামপুরা, যাত্রাবাড়ী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করেন চালকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি, ফলে পরিস্থিতি আরও জটিল হয়।

এর আগে, সকালে ঢাকার প্রবেশমুখ গাবতলীতেও একই দাবিতে সড়ক অবরোধ করেন চালকেরা। তবে কিছুক্ষণ পর তাঁরা সেখান থেকে সরে যান।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশনা দিয়েছে যে, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই চালকেরা বিক্ষোভে নেমেছেন।

এর আগেও, একই ইস্যুতে গত বৃহস্পতিবার মিরপুর রোড অবরোধ করেছিলেন অটোরিকশাচালকেরা। সেদিন প্রায় তিন ঘণ্টার বিক্ষোভের পর অবরোধ তুলে নেওয়া হয়।

শেয়ার করুন

তীব্র যানজট ও ভোগান্তি

ঢাকায় সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ

সময় ১০:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর বিভিন্ন সড়কে আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার সকাল থেকে অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। মিটারের ভাড়া না মানলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। অবরোধের ফলে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে।

রোববার সকাল সোয়া ৯টার দিকে রামপুরা, যাত্রাবাড়ী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করেন চালকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি, ফলে পরিস্থিতি আরও জটিল হয়।

এর আগে, সকালে ঢাকার প্রবেশমুখ গাবতলীতেও একই দাবিতে সড়ক অবরোধ করেন চালকেরা। তবে কিছুক্ষণ পর তাঁরা সেখান থেকে সরে যান।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দেশনা দিয়েছে যে, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের জরিমানা বা কারাদণ্ড দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই চালকেরা বিক্ষোভে নেমেছেন।

এর আগেও, একই ইস্যুতে গত বৃহস্পতিবার মিরপুর রোড অবরোধ করেছিলেন অটোরিকশাচালকেরা। সেদিন প্রায় তিন ঘণ্টার বিক্ষোভের পর অবরোধ তুলে নেওয়া হয়।