১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় কুয়েট উপাচার্য, এখনও তালাবদ্ধ বাসভবন

নিজস্ব প্রতিবেদক, কুয়েট
  • সময় ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 28

কুয়েট উপাচার্যের তালাবদ্ধ বাসভবন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ চিকিৎসা নিতে ঢাকায় অবস্থান করছেন, কিন্তু কুয়েটে ভিসির বাসভবন এখনো তালাবদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ৮টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় পর্যন্ত ওই বাসভবন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, তাদের আন্দোলন চলবে যতদিন না তাদের দাবি পূর্ণ হয়।

তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেছেন। কুয়েট জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে যে, বেলা ১টা পর্যন্ত উপাচার্যের বাসভবন তালাবদ্ধ রয়েছে। তবে, জানা গেছে যে, উপাচার্য বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তিনি কোথায় চিকিৎসাধীন আছেন, তা জানায়নি জনসংযোগ বিভাগের কর্মকর্তা।

উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টার এবং আশপাশের বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। এর আগে, মঙ্গলবার বিকাল ৪টায় কুয়েট উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়, এবং তিনি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মুক্তি পান। অবরুদ্ধ অবস্থাতেই তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

ঢাকায় কুয়েট উপাচার্য, এখনও তালাবদ্ধ বাসভবন

সময় ০১:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ চিকিৎসা নিতে ঢাকায় অবস্থান করছেন, কিন্তু কুয়েটে ভিসির বাসভবন এখনো তালাবদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ৮টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার সময় পর্যন্ত ওই বাসভবন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, তাদের আন্দোলন চলবে যতদিন না তাদের দাবি পূর্ণ হয়।

তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেছেন। কুয়েট জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে যে, বেলা ১টা পর্যন্ত উপাচার্যের বাসভবন তালাবদ্ধ রয়েছে। তবে, জানা গেছে যে, উপাচার্য বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তিনি কোথায় চিকিৎসাধীন আছেন, তা জানায়নি জনসংযোগ বিভাগের কর্মকর্তা।

উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের বেশিরভাগের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টার এবং আশপাশের বেসরকারি ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা ১৯ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। এর আগে, মঙ্গলবার বিকাল ৪টায় কুয়েট উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়, এবং তিনি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মুক্তি পান। অবরুদ্ধ অবস্থাতেই তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে সভাপতিত্ব করেন।