০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, “অপারেশন ডেভিল হান্ট” সফল হলে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে। তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে প্রতিরোধ গড়ে তুলেছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, যদি কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তবে সে বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে, কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন।

তিনি আরো বলেন, “অপারেশন ডেভিল হান্ট” এ ছোট থেকে বড় সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং কেউ ছাড় পাবে না।

এছাড়া, আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম সহনীয় থাকবে, কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভাল থাকবে। দেশে সারের কোনো সংকট নেই, তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল

সময় ০৫:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, “অপারেশন ডেভিল হান্ট” সফল হলে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে। তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করে প্রতিরোধ গড়ে তুলেছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, যদি কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তবে সে বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত হবে। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে, কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন।

তিনি আরো বলেন, “অপারেশন ডেভিল হান্ট” এ ছোট থেকে বড় সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং কেউ ছাড় পাবে না।

এছাড়া, আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম সহনীয় থাকবে, কারণ ছোলা ও খেজুরের সরবরাহ ভাল থাকবে। দেশে সারের কোনো সংকট নেই, তবে কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।