১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া বিএনপির নেতারা

জেলা বিএনপির নামে মাসে ২ লাখ টাকা চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল ও কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা।  প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দিলেই আওয়ামী লীগের আমলের মাদক ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন বলে সুনিদিষ্ট অভিযোগ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপু।

সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা খেয়েছি। বিগত কমিটিতেও আমি আহবায়ক পদে ছিলাম। কিন্তু নতুন এই আহ্বায়ক কমিটিতে আমাকে রাখা হয়নি। অযোগ্য ব্যক্তিদের দিয়ে বর্তমান পকেট কমিটি করা হয়েছে। এ কমিটি বাতিল করে সবার সমন্বয়ে নতুন কমিটি দিতেও দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়া হবে।’

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, এই আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটিসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তি করার কারণে জেলাব্যাপী দলের ভেতরে মতনৈক্য সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনার দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ত্যাগী, পরীক্ষিত ও আওয়ামী সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন। আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। বর্তমান আহবায়ক কমিটির নামে প্রতিমাসে মাদক ব্যবসায়ী গৌতম চাকির কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। এই টাকা কারা নিচ্ছে? কেনো নিচ্ছে এ জেলার গণমাধ্যমকর্মীদের খুঁজে বের করতেও দাবি জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া বিএনপির নেতারা

জেলা বিএনপির নামে মাসে ২ লাখ টাকা চাঁদা আদায়

সময় ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল ও কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা।  প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দিলেই আওয়ামী লীগের আমলের মাদক ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন বলে সুনিদিষ্ট অভিযোগ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপু।

সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বশিরুল আলম চাঁদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা খেয়েছি। বিগত কমিটিতেও আমি আহবায়ক পদে ছিলাম। কিন্তু নতুন এই আহ্বায়ক কমিটিতে আমাকে রাখা হয়নি। অযোগ্য ব্যক্তিদের দিয়ে বর্তমান পকেট কমিটি করা হয়েছে। এ কমিটি বাতিল করে সবার সমন্বয়ে নতুন কমিটি দিতেও দাবি জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়া হবে।’

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু বলেন, এই আহবায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটিসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তি করার কারণে জেলাব্যাপী দলের ভেতরে মতনৈক্য সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনার দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, ত্যাগী, পরীক্ষিত ও আওয়ামী সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে না রাখায় ক্ষোভ প্রকাশ করেন। আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। বর্তমান আহবায়ক কমিটির নামে প্রতিমাসে মাদক ব্যবসায়ী গৌতম চাকির কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। এই টাকা কারা নিচ্ছে? কেনো নিচ্ছে এ জেলার গণমাধ্যমকর্মীদের খুঁজে বের করতেও দাবি জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।