০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা চরমে

সংঘর্ষে উত্তাল কুয়েট

নিজস্ব প্রতিবেদক, কুয়েট
  • সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 41

ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরবর্তীতে ক্যাম্পাস ছাড়িয়ে সংলগ্ন সড়কেও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শিক্ষার্থীদের একদল “ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না”, “দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই”—এমন নানা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র হল প্রদক্ষিণ করেন। এরপর তারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নিলে ছাত্রদের অন্য একটি গ্রুপের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের কারণে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েট সংলগ্ন সড়কেও ছড়িয়ে পড়ে, ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুয়েট ক্যাম্পাসে দুই ছাত্র গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা চরমে

সংঘর্ষে উত্তাল কুয়েট

সময় ০৫:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা পরবর্তীতে ক্যাম্পাস ছাড়িয়ে সংলগ্ন সড়কেও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শিক্ষার্থীদের একদল “ছাত্র রাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না”, “দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই”—এমন নানা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র হল প্রদক্ষিণ করেন। এরপর তারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান নিলে ছাত্রদের অন্য একটি গ্রুপের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের কারণে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েট সংলগ্ন সড়কেও ছড়িয়ে পড়ে, ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কুয়েট ক্যাম্পাসে দুই ছাত্র গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।