০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলকে সতর্ক করলো শিবির

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

ছাত্রদল-শিবির

ছাত্রদলকে সতর্ক করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা আপনাদের প্রতিপক্ষ নই। অতীতে আপনারা যতটুকু ত্যাগ স্বীকার করেছেন, তা আমরা অস্বীকার করি না। তবে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশের গঠনে ইতিবাচক ভূমিকা রাখুন।”

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুয়েটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আপনারা যাদের পরামর্শে এগিয়ে যাচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, আপনাদের ক্ষেত্রেও একই পরিণতি ডেকে আনবে। শুভবুদ্ধির উদয় হোক—এটাই কামনা করি। নতুবা ভবিষ্যতের ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে। এখন আর অন্যের ওপর দায় চাপানোর রাজনীতি চলবে না। বর্তমান প্রজন্ম যথেষ্ট সচেতন।”

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বহুবার ছাত্রদলকে সতর্ক করেছি—’অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির পথে ফিরে আসুন।’ কিন্তু দুঃখজনকভাবে, তারা আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট শাসক ও তাদের সহযোগীদের পরামর্শে পথ চলছে। এরই ফলাফল  মঙ্গলাবার কুয়েটে আমরা প্রত্যক্ষ করলাম। এ ঘটনা ও জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কি?”

শেয়ার করুন

ছাত্রদলকে সতর্ক করলো শিবির

সময় ১০:৩২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদলকে সতর্ক করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা আপনাদের প্রতিপক্ষ নই। অতীতে আপনারা যতটুকু ত্যাগ স্বীকার করেছেন, তা আমরা অস্বীকার করি না। তবে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশের গঠনে ইতিবাচক ভূমিকা রাখুন।”

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুয়েটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আপনারা যাদের পরামর্শে এগিয়ে যাচ্ছেন, তারা ছাত্রলীগকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, আপনাদের ক্ষেত্রেও একই পরিণতি ডেকে আনবে। শুভবুদ্ধির উদয় হোক—এটাই কামনা করি। নতুবা ভবিষ্যতের ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে। এখন আর অন্যের ওপর দায় চাপানোর রাজনীতি চলবে না। বর্তমান প্রজন্ম যথেষ্ট সচেতন।”

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বহুবার ছাত্রদলকে সতর্ক করেছি—’অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির পথে ফিরে আসুন।’ কিন্তু দুঃখজনকভাবে, তারা আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট শাসক ও তাদের সহযোগীদের পরামর্শে পথ চলছে। এরই ফলাফল  মঙ্গলাবার কুয়েটে আমরা প্রত্যক্ষ করলাম। এ ঘটনা ও জুলাই-আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কি?”