১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / 10

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় দুমাসের আপাত স্থিতিশীলতার পর যুদ্ধবিরতি চুক্তি পরিত্যাগ করে গাজায় স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবারও পূর্ণ শক্তিতে নেমেছে তারা।

ইসরায়েলি বিমান থেকে গাজার বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন, গাজা সিটির শেজাইয়া এবং দক্ষিণের খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে।

বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের শাবৌরাতে স্থল অভিযান শুরু হয়েছে। স্থানটি মিসর সীমান্তের পাশেই অবস্থিত।

বুধবার গাজার কেন্দ্রীয় অঞ্চলে সাঁজোয়া যান পাঠানোর পরদিনই উত্তরের দিকে স্থল অভিযান শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টা পালটা আক্রমণ করেনি হামাস। তবে গোষ্ঠীটি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সদস্যরা ইসরায়েলে রকেট হামলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু নিক্ষিপ্ত হওয়ার পর তাদের দেশের মধ্যাঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়।

স্থল অভিযান প্রতিহত করার জন্য এখন পর্যন্ত হামাসের দিক থেকে কোনও প্রস্তুতি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন গাজাবাসী। তবে হামাসের সহযোগী অন্য একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামাস ও অন্যান্য দলের সদস্যদের পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১

সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় দুমাসের আপাত স্থিতিশীলতার পর যুদ্ধবিরতি চুক্তি পরিত্যাগ করে গাজায় স্থল ও আকাশ অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবারও পূর্ণ শক্তিতে নেমেছে তারা।

ইসরায়েলি বিমান থেকে গাজার বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন, গাজা সিটির শেজাইয়া এবং দক্ষিণের খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে।

বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের শাবৌরাতে স্থল অভিযান শুরু হয়েছে। স্থানটি মিসর সীমান্তের পাশেই অবস্থিত।

বুধবার গাজার কেন্দ্রীয় অঞ্চলে সাঁজোয়া যান পাঠানোর পরদিনই উত্তরের দিকে স্থল অভিযান শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টা পালটা আক্রমণ করেনি হামাস। তবে গোষ্ঠীটি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সদস্যরা ইসরায়েলে রকেট হামলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু নিক্ষিপ্ত হওয়ার পর তাদের দেশের মধ্যাঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়।

স্থল অভিযান প্রতিহত করার জন্য এখন পর্যন্ত হামাসের দিক থেকে কোনও প্রস্তুতি দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন গাজাবাসী। তবে হামাসের সহযোগী অন্য একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হামাস ও অন্যান্য দলের সদস্যদের পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।