০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সোনাডাঙ্গায় নারীর ওপর আক্রমণ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সময় ০৮:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 62

সোনাডাঙ্গা মডেল থানা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার সোনাঙাঙ্গায় শিববাড়ি এলাকায় ফিরোজা পারভীন নামের এক নারীর ওপর আক্রমণ চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে চারজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী চার জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নাম্বার: ২১০।

ফিরোজা পারভীন জানান, সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদনান উদ্দিন কামাল, সাদিকা পারভীন পপি, কল্লোল মজুমদার, ড্রাইভার শিপন মিলে আমার ওপর আক্রমণ করে। এরপর তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার মা-ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকির পাশাপশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়।

ফিরোজা দাবি করেন, মারামারি সিসিটিভির ফুটেজও তার কাছে রয়েছে।

সাধারণ ডায়েরী করার পর তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে সোনাডাঙ্গা থানার এস আই (নিরস্ত্র) মো.গোলাম মোস্তফাকে। এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলে, তিনি বলেন এখনো জিডির কপি তিনি বুঝে পাননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জিডির কপি তদন্ত কর্মকর্তাকে পৌঁছে দেয়া হবে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সোনাডাঙ্গায় নারীর ওপর আক্রমণ, থানায় জিডি

সময় ০৮:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার সোনাঙাঙ্গায় শিববাড়ি এলাকায় ফিরোজা পারভীন নামের এক নারীর ওপর আক্রমণ চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে চারজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী চার জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নাম্বার: ২১০।

ফিরোজা পারভীন জানান, সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদনান উদ্দিন কামাল, সাদিকা পারভীন পপি, কল্লোল মজুমদার, ড্রাইভার শিপন মিলে আমার ওপর আক্রমণ করে। এরপর তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার মা-ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকির পাশাপশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়।

ফিরোজা দাবি করেন, মারামারি সিসিটিভির ফুটেজও তার কাছে রয়েছে।

সাধারণ ডায়েরী করার পর তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে সোনাডাঙ্গা থানার এস আই (নিরস্ত্র) মো.গোলাম মোস্তফাকে। এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলে, তিনি বলেন এখনো জিডির কপি তিনি বুঝে পাননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জিডির কপি তদন্ত কর্মকর্তাকে পৌঁছে দেয়া হবে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।