কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

- সময় ০৭:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 13
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ভোর রাতে উপজেলার আরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরকান্দি এলাকার আমিনুর রহমানের ছেলে রোকন উজ জামান (৩২) ও কাকন উজ জামান (৩০)। রোকন উজ জামান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এ সময় রোকন ও তার ভাই কাকনের বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় শর্টগান, ৬ রাউন্ড পিস্তল এ্যামোনিশন ও ৫ রাউন্ড ১২ বোর এ্যামোনিশন উদ্ধার করা হয়। বাড়িতে অস্ত্র রাখায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এই ঘটনা যেভাবে চিত্রায়িত করা হচ্ছে ব্যাপারটা এমন না। এটা আমাদের কাছে প্রাথমিক রির্পোট। বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited