০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মাঠে বৃদ্ধের রক্তাক্ত লাশ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 31

কুষ্টিয়ায় মাঠে বৃদ্ধের রক্তাক্ত লাশ নিয়ে রহস্য

কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের বাসিন্দা এবং ঝড়ু খাঁর ছেলে। এই মৃত্যুকে ঘিরে রহস্যের গন্ধও পাচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন, আতিয়ার খাঁ বিপ্লবী কমিউনিস্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠন সঙ্গে জড়িত ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আতিয়ার খাঁ ওই গ্রামে নানাবাড়িতে তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।

স্থানীয়দের মতে, মরদেহের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু জানান, “সকালে মাঠে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।” তবে, হত্যাকারীরা কে, তা এখনও জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, আতিয়ার খাঁ বিভিন্ন সময়ে বিপ্লবী কমিউনিস্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠন সঙ্গে জড়িত ছিলেন। তারা আরও দাবি করেছেন, আতিয়ার খাঁ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামি ছিলেন। গত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে এবং পরে মরদেহ মাঠে ফেলে দেয়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম জানান, “এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিষয়টি তদন্তাধীন।”

শেয়ার করুন

কুষ্টিয়ায় মাঠে বৃদ্ধের রক্তাক্ত লাশ নিয়ে রহস্য

সময় ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের বাসিন্দা এবং ঝড়ু খাঁর ছেলে। এই মৃত্যুকে ঘিরে রহস্যের গন্ধও পাচ্ছেন স্থানীয়রা। তারা বলছেন, আতিয়ার খাঁ বিপ্লবী কমিউনিস্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠন সঙ্গে জড়িত ছিলেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আতিয়ার খাঁ ওই গ্রামে নানাবাড়িতে তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করতেন।

স্থানীয়দের মতে, মরদেহের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু জানান, “সকালে মাঠে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।” তবে, হত্যাকারীরা কে, তা এখনও জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, আতিয়ার খাঁ বিভিন্ন সময়ে বিপ্লবী কমিউনিস্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠন সঙ্গে জড়িত ছিলেন। তারা আরও দাবি করেছেন, আতিয়ার খাঁ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামি ছিলেন। গত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে এবং পরে মরদেহ মাঠে ফেলে দেয়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম জানান, “এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিষয়টি তদন্তাধীন।”