০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সময় ০৬:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 31

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পুনঃবহালের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মজমপুর গেট প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, ৫ আগস্টের পর বেশ কয়েকজন নেতা মুক্তি পেলেও তাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় তাকে দীর্ঘ ১২ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। নেতারা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও নিবন্ধন পুনঃবহালের দাবি জানান, এবং এর পুর্নবহাল না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা নায়েবে আমির আব্দুল গফুরসহ অন্যান্য নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল হুসাইন, জামায়াতের নেতা আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা।

শেয়ার করুন

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ

সময় ০৬:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও নিবন্ধন পুনঃবহালের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টম মোড় থেকে শুরু হয়ে মিছিলটি মজমপুর গেট প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, ৫ আগস্টের পর বেশ কয়েকজন নেতা মুক্তি পেলেও তাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি পাননি। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলায় তাকে দীর্ঘ ১২ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। নেতারা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও নিবন্ধন পুনঃবহালের দাবি জানান, এবং এর পুর্নবহাল না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা নায়েবে আমির আব্দুল গফুরসহ অন্যান্য নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল হুসাইন, জামায়াতের নেতা আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা।