০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 42

কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলী আকবর (১৪) ও জুনায়েদ (১২)। আলী আকবর কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে, আর জুনায়েদ একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই এবং দুজনই মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী—আলী আকবর অষ্টম শ্রেণিতে ও জুনায়েদ ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আলী আকবর ও জুনায়েদ মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে স্কুলের কাছে পৌঁছানোর আগেই মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজানভাটি পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।

এতে ঘটনাস্থলেই আলী আকবর মারা যায়, আর গুরুতর আহত জুনায়েদকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং প্রায় তিন ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ওসি তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন

কিশোরগঞ্জে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত

সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলী আকবর (১৪) ও জুনায়েদ (১২)। আলী আকবর কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে, আর জুনায়েদ একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই এবং দুজনই মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী—আলী আকবর অষ্টম শ্রেণিতে ও জুনায়েদ ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আলী আকবর ও জুনায়েদ মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে স্কুলের কাছে পৌঁছানোর আগেই মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজানভাটি পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়।

এতে ঘটনাস্থলেই আলী আকবর মারা যায়, আর গুরুতর আহত জুনায়েদকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং প্রায় তিন ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ওসি তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।