০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ১০:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 13

কাল থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দীর্ঘদিন পর মাঠে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন মৌসুমে তাদের ব্যস্ততা শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিপিএলের ট্রফি উন্মোচন করা হয়। এতে লিগে অংশ নেওয়া আট দলের অধিনায়করা উপস্থিত ছিলেন এবং ফটোসেশনে অংশ নেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, “নারী ক্রিকেটারদের জন্য এ ধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ হয় না। জাতীয় দলের মান ধরে রাখতে ঘরোয়া লিগের ম্যাচ খেলা জরুরি।”

তিনি আরও বলেন, “এবারের লিগ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে খেলতে বলা হয়েছে। তাই সবাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলবে।”

লিগের উদ্বোধনী ম্যাচটি আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব একে অপরের মুখোমুখি হবে।

মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, আর মোহামেডানের অধিনায়ক অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

নারী ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলোয়াড়রা। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকে!

শেয়ার করুন

কাল থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ

সময় ১০:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দীর্ঘদিন পর মাঠে ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন মৌসুমে তাদের ব্যস্ততা শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ডিপিএলের ট্রফি উন্মোচন করা হয়। এতে লিগে অংশ নেওয়া আট দলের অধিনায়করা উপস্থিত ছিলেন এবং ফটোসেশনে অংশ নেন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, “নারী ক্রিকেটারদের জন্য এ ধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ হয় না। জাতীয় দলের মান ধরে রাখতে ঘরোয়া লিগের ম্যাচ খেলা জরুরি।”

তিনি আরও বলেন, “এবারের লিগ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে খেলতে বলা হয়েছে। তাই সবাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলবে।”

লিগের উদ্বোধনী ম্যাচটি আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব একে অপরের মুখোমুখি হবে।

মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, আর মোহামেডানের অধিনায়ক অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

নারী ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলোয়াড়রা। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকে!