বিয়ের চার মাসের মাথায়
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

- সময় ০৮:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 10
পটুয়াখালীর কলাপাড়ায় বিবাহের চার মাসের মাথায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাফিয়া (১৬) নামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তবে মাফিয়ার পরিবারের দাবি স্বামী মেহেদী হাসান তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাচ্ছে। ঘটনার পরপরই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার কুয়াকাটা পৌর এলাকার পান্জুপাড়ায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, গত চার মাস আগে পারিবারিক ভাবে পান্জুপাড়া গ্রামের মো. হারিচ হাওলাদারের তৃতীয় কন্যা মাফিয়ার সাথে বিবাহ হয় একই গ্রামের মো. কুদ্দুস হাওলাদারের দ্বিতীয় পুত্র মো. মেহেদি হাসানের (২২) সাথে।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন সহ তাদের পারিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়া (১০) কে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে দেখতে পেয়ে বাড়িতে এসে বলে দেন। রাত সাড়ে আটটার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় দড়ি দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited