সাবেক মার্কিন কূটনীতিক
ওয়ান ইলেভেনে সেনাবাহিনীর কথা বেশি শুনেছিলাম

- সময় ০৮:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 29
সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, “যুক্তরাষ্ট্র ২০০৭-০৮ সালে ওয়ান ইলেভেনে একটি বড় ভুল করেছিল, তবে আমি বিশ্বাস করি না, আমাদের কূটনীতিকরা বা রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বা আমি এর সঙ্গে যুক্ত ছিলাম।” তিনি বলেন, “এ সময়ে আমরা সেনাবাহিনীর কথা বেশি শুনেছিলাম এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও প্রয়োজনগুলোকে অগ্রাহ্য করেছিলাম।”
আজ (৮ মার্চ) শনিবার সকালে এক আলোচনায় এসব মন্তব্য করেছেন।
‘নতুন ভোরের পথে ঢাকা: গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ওই আলোচনায় অংশ নেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন সংস্থার চেয়ারম্যান মুনিরা খান। এরপর সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক ওই দুই মার্কিন কূটনীতিক। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের প্রশ্নের উত্তর দেন তাঁরা।
সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দিকে বেশি জোর দিয়েছিল, তবে মৌলিক সংস্কারগুলোর প্রতি মনোযোগ কম ছিল। তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের এজেন্ডা এগিয়ে নেওয়া হচ্ছিল, তবে পরে নির্বাচনের আয়োজন করাই মূল অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছিল, যা গণতন্ত্রের ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি।”
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, “বর্তমান সরকারের সংস্কারের চেষ্টাগুলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা। দলগুলোকে একত্রিত করে, বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে এবং ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়।”