উখিয়ায় পাহাড়ি ঝিরি থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

- সময় ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 11
কক্সবাজারের উখিয়ায় মনখালি পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এই যুবককে চার-পাঁচ দিন আগে হত্যা করা হয়েছে৷
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালির জুমপাড়া বালুপাহাড়ের ঝিরি থেকে লাশ উদ্ধার করে।
মনখালী এলাকার আব্দুর রহমান জানান, জুমার নামাজের পরে জুমপাড়ার বালুপাহাড় এলাকায় গরু আনতে গিয়ে এলাকার কিছু শিশু একটি লাশ দেখতে পায়৷ পরে এলাকাবাসী খবর পেয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়৷ এটি ধারণা করা হচ্ছে কিছুদিন আগে ডাকাত আসছে বলে আতঙ্কিত হয়েছিলো এই এলাকার মানুষ৷ তখন হয়তো অপরিচিত মানুষ দেখতে পেয়ে ডাকাত সন্দেহে তাঁকে হত্যা করা হয়েছে৷ তবে এখনো নিশ্চিত নয়৷ তদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে৷
বিষয়টি নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার জানান, মানখালি পাহাড়ি এলাকা থেকে অর্ধ গলিত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ৬-৭ দিনে আগে হত্যা হতে পারে৷ তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স অনুমান ২৫ বছর। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে৷ ঘটনা স্থলে পুলিশ আছে৷ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited