০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 34

ইবতেদায়ী মাদ্রাসা

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসছেন। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার (৫ মার্চ) শেষ কর্মদিবসে এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন, যা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিদায়ী বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইবতেদায়ী মাদ্রাসায় পাঠদান করা হয়, তবে শিক্ষকদের বেতন-ভাতায় ছিল বড় ধরনের বৈষম্য। সেই বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যেসব মাদ্রাসার নথি (রেজিস্ট্রেশন) রয়েছে, সেগুলো প্রথম ধাপে এমপিওভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে অন্যগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত নভেম্বর-ডিসেম্বর থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্তির কাজ শুরু করে। বুধবার স্বাক্ষরিত ফাইলটি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে মে মাস থেকেই শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

অর্থ মন্ত্রণালয়ের সচিবও এই উদ্যোগ সম্পর্কে অবগত আছেন এবং প্রধান উপদেষ্টার সম্মতি পেলে বাজেট বরাদ্দ চূড়ান্ত করা হবে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে দেশে ৬ হাজার ৯৯৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও, প্রথম ধাপে ১ হাজার ৫১৯টি ইআইআইএনধারী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। প্রতিটি মাদ্রাসায় এক প্রধান শিক্ষকসহ চারজন করে মোট ৬ হাজার ৭৬ জন শিক্ষক এই সুবিধা পাবেন।

স্বাধীনতার পর প্রথমবারের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এর আগে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রশাসনের নেতৃত্বে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সবকিছু ঠিক থাকলে মে মাস থেকেই শিক্ষকরা তাদের বেতন-ভাতা পেতে শুরু করবেন।

শেয়ার করুন

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু

সময় ০৮:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসছেন। বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বুধবার (৫ মার্চ) শেষ কর্মদিবসে এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন, যা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিদায়ী বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই ইবতেদায়ী মাদ্রাসায় পাঠদান করা হয়, তবে শিক্ষকদের বেতন-ভাতায় ছিল বড় ধরনের বৈষম্য। সেই বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, যেসব মাদ্রাসার নথি (রেজিস্ট্রেশন) রয়েছে, সেগুলো প্রথম ধাপে এমপিওভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে অন্যগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত নভেম্বর-ডিসেম্বর থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্তির কাজ শুরু করে। বুধবার স্বাক্ষরিত ফাইলটি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন পেলে মে মাস থেকেই শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

অর্থ মন্ত্রণালয়ের সচিবও এই উদ্যোগ সম্পর্কে অবগত আছেন এবং প্রধান উপদেষ্টার সম্মতি পেলে বাজেট বরাদ্দ চূড়ান্ত করা হবে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে দেশে ৬ হাজার ৯৯৭টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থাকলেও, প্রথম ধাপে ১ হাজার ৫১৯টি ইআইআইএনধারী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। প্রতিটি মাদ্রাসায় এক প্রধান শিক্ষকসহ চারজন করে মোট ৬ হাজার ৭৬ জন শিক্ষক এই সুবিধা পাবেন।

স্বাধীনতার পর প্রথমবারের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এর আগে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রশাসনের নেতৃত্বে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সবকিছু ঠিক থাকলে মে মাস থেকেই শিক্ষকরা তাদের বেতন-ভাতা পেতে শুরু করবেন।