১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইউনূস-মোদির বৈঠক নির্ধারণে মাস্কাটে ঢাকা-দিল্লি

কূটনৈতিক প্রতিবেদক
  • সময় ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 61

ড.ইউনূস-নরেন্দ্র মোদি

ওমানের রাজধানী মাস্কাটে ঢাকা-দিল্লির বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলের শুরুতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নির্ধারণে পথ সুগম করতেই এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদমর্যাদার দুইজন কর্মকর্তা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, সম্মেলনের এক ফাঁকে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সাম্প্রতিক অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর মতে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে দিল্লির প্রতিক্রিয়া এবং বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

তৌহিদ-জয়শঙ্কর (ফাইল ফটো)
তৌহিদ-জয়শঙ্কর (ফাইল ফটো)

এছাড়া, আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্ভাব্য বৈঠকের পথ তৈরি হতে পারে। একই সঙ্গে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই আইওসি সম্মেলনের আয়োজন করছে, যেখানে পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া, চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন অংশ নেবেন, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীনের কোনো কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করছে। পাশাপাশি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও বক্তব্য দেবেন।

সম্প্রতি নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষে এস জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে মাস্কাটে পৌঁছান।

এবারের ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) হবে সবচেয়ে বড় আয়োজন, যেখানে ৪৫টির বেশি দেশ ও আঞ্চলিক সংস্থার ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন।

শেয়ার করুন

ইউনূস-মোদির বৈঠক নির্ধারণে মাস্কাটে ঢাকা-দিল্লি

সময় ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ওমানের রাজধানী মাস্কাটে ঢাকা-দিল্লির বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিলের শুরুতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নির্ধারণে পথ সুগম করতেই এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পদমর্যাদার দুইজন কর্মকর্তা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে, সম্মেলনের এক ফাঁকে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সাম্প্রতিক অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর মতে, ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করেছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে দিল্লির প্রতিক্রিয়া এবং বাংলাদেশের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

তৌহিদ-জয়শঙ্কর (ফাইল ফটো)
তৌহিদ-জয়শঙ্কর (ফাইল ফটো)

এছাড়া, আলোচনায় অগ্রগতি হলে আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্ভাব্য বৈঠকের পথ তৈরি হতে পারে। একই সঙ্গে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই আইওসি সম্মেলনের আয়োজন করছে, যেখানে পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। এস জয়শঙ্কর সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালসহ ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া, চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন অংশ নেবেন, যা ২০১৯ সালের পর প্রথমবারের মতো চীনের কোনো কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করছে। পাশাপাশি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও বক্তব্য দেবেন।

সম্প্রতি নরেন্দ্র মোদির সঙ্গে প্যারিস ও ওয়াশিংটন সফর শেষে এস জয়শঙ্কর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে মাস্কাটে পৌঁছান।

এবারের ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) হবে সবচেয়ে বড় আয়োজন, যেখানে ৪৫টির বেশি দেশ ও আঞ্চলিক সংস্থার ২০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন।