০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

সিনিয়র প্রতিবেদক
  • সময় ১০:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 43

কফিন মিছিল

কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী কাসেম খান (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ মিনারে নেওয়া হয় এবং সেখানে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শহীদ মিনার থেকে কফিন মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। শেখ হাসিনাকে সকল কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সুষ্ঠু বিচার হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এখনো আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। যারা তাদের টিকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

শেয়ার করুন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

সময় ১০:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থী কাসেম খান (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ মিনারে নেওয়া হয় এবং সেখানে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শহীদ মিনার থেকে কফিন মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। শেখ হাসিনাকে সকল কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সুষ্ঠু বিচার হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এখনো আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। যারা তাদের টিকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”