৭৬ দেশের মেহমানসহ ইবাদত-বন্দেগিতে মশগুল | Bangla Affairs
০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৭৬ দেশের মেহমানসহ ইবাদত-বন্দেগিতে মশগুল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 47

ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

পৃথিবীর ৭৬ টি দেশের মেহমানসহ ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শীত উপেক্ষা করে শুরু হয়েছে বয়ান। পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ বয়ান করেন।

ইজতেমায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার ফজরের নামাজের পর শুরু হয়েছে ধর্মীয় বয়ান। বয়ান করছেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। মাওলানা খুরশিদের পর তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। এর পর খিত্তায় খিত্তায় তালিম হবে। এ ছাড়া বয়ান মঞ্চের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। একই সময়ে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, আজ বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এর পর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

মাঠে এরইমধ্যে ৭৬টি দেশ থেকে ৩,০৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন।

সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য। ময়দান এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড কাজ করছে।

এ ছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা হচ্ছে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে। পুরো মাঠ ৩৩৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতাধীন রয়েছে, ৩৫টি রুফটপ, স্থির ব্রিগেড ৫৩টি, ২০টি মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটিতে থাকছে। ২০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে যেন দুষ্কৃতকারী ময়দানে প্রবেশ করতে না পারে।

শেয়ার করুন

৭৬ দেশের মেহমানসহ ইবাদত-বন্দেগিতে মশগুল

সময় ১০:২৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পৃথিবীর ৭৬ টি দেশের মেহমানসহ ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শীত উপেক্ষা করে শুরু হয়েছে বয়ান। পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ বয়ান করেন।

ইজতেমায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার ফজরের নামাজের পর শুরু হয়েছে ধর্মীয় বয়ান। বয়ান করছেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। মাওলানা খুরশিদের পর তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। এর পর খিত্তায় খিত্তায় তালিম হবে। এ ছাড়া বয়ান মঞ্চের সামনে ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। একই সময়ে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরীদ।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, আজ বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোদারা। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এর পর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

মাঠে এরইমধ্যে ৭৬টি দেশ থেকে ৩,০৫০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন।

সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য। ময়দান এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড কাজ করছে।

এ ছাড়া ১৬টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখা হচ্ছে। ১৫টি সাব কন্ট্রোল কক্ষ স্থাপন করা হয়েছে। পুরো মাঠ ৩৩৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতাধীন রয়েছে, ৩৫টি রুফটপ, স্থির ব্রিগেড ৫৩টি, ২০টি মোবাইল পার্টি সার্বক্ষণিক ডিউটিতে থাকছে। ২০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে যেন দুষ্কৃতকারী ময়দানে প্রবেশ করতে না পারে।