৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে শহীদ মিনারে?
- সময় ০৯:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 37
আগামী ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা পোস্ট ও আলোচনার সৃষ্টি হয়েছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন শুরু হয়।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, “Comrades Now or Never”। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও একই ধরনের পোস্ট করেন, “Comrades, 31st DECEMBER! Now or Never”।নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুকে লিখেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা এখনই সময়, বাংলাদেশের জন্য।’ অন্য এক সমন্বয়ক, রিফাত রশিদ তার ফেসবুকে লেখেন, “All eyes on 31st December, 2024. Now or Never!” এবং তিনি মন্তব্যে জানান, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে।Tourism guides
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ফেসবুকে লিখেছেন, “এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশাআল্লাহ!” এই ধরনের পোস্টে আরও অনেক সদস্য তাদের মতামত প্রকাশ করছেন, যার মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বরের আন্দোলন নিয়ে উন্মুক্ত আলোচনা শুরু হয়েছে।
এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্দোলনকারীরা ৩১ ডিসেম্বরের জন্য তাদের পরিকল্পনা এবং প্রত্যাশা ব্যক্ত করছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited