২ দিনের রিমান্ডে ছাত্রলীগের সাবেক নেত্রী নদী
- সময় ০৫:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 19
নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ডের আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক সভাপতি শামসুন্নাহার হল নিশিতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এয়াইইউবি’র ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন। তাদেরকে কলাবাগান থানার গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের তারা নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেলে সেদিন রাতে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এর আগে, গত ২৩ অক্টোবর সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।