০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হৃদয়-জাকেরের ব্যাটে বিপর্যয় সামাল

ক্রীড়া ডেস্ক
  • সময় ০৫:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 30

হৃদয়-জাকেরের ব্যাটে বিপর্যয় সামাল

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। এই জুটিতে আসে ১০৮ রান, যেখানে দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। জাকের ৫৩ রানে অপরাজিত রয়েছেন, আর হৃদয় ব্যাট করছেন ৫৪ রানে।

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই উইকেট হারানোর মিছিল শুরু হয়।

প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (০)। এরপর হর্ষিত রানার বলে শর্ট কভারে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০)।

কিছুটা স্থির হতে চেয়েছিলেন তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজ, তবে শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে ১০ বলে ৫ রান করে আউট হন মিরাজ।

এরপর নবম ওভারে অক্ষর প্যাটেল টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেন। ২৫ বলে ২৫ রান করা তানজিদ উইকেটের পেছনে ক্যাচ দেন, আর নতুন ব্যাটার মুশফিকুর রহিম গোল্ডেন ডাক মেরে ফেরেন।

এই বিপর্যয়ের পরই দলকে টেনে তোলেন হৃদয় ও জাকের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান।

শেয়ার করুন

হৃদয়-জাকেরের ব্যাটে বিপর্যয় সামাল

সময় ০৫:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। এই জুটিতে আসে ১০৮ রান, যেখানে দুজনই তুলে নিয়েছেন অর্ধশতক। জাকের ৫৩ রানে অপরাজিত রয়েছেন, আর হৃদয় ব্যাট করছেন ৫৪ রানে।

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই উইকেট হারানোর মিছিল শুরু হয়।

প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার (০)। এরপর হর্ষিত রানার বলে শর্ট কভারে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (০)।

কিছুটা স্থির হতে চেয়েছিলেন তানজিদ তামিম ও মেহেদী হাসান মিরাজ, তবে শামির বলে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে ১০ বলে ৫ রান করে আউট হন মিরাজ।

এরপর নবম ওভারে অক্ষর প্যাটেল টানা দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেন। ২৫ বলে ২৫ রান করা তানজিদ উইকেটের পেছনে ক্যাচ দেন, আর নতুন ব্যাটার মুশফিকুর রহিম গোল্ডেন ডাক মেরে ফেরেন।

এই বিপর্যয়ের পরই দলকে টেনে তোলেন হৃদয় ও জাকের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান।