০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হিযবুত তাহরীরের ১৭ সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 22

রিমান্ডে হিজবুত তাহরীরের ১৭ সদস্য

রাজধানীর পল্টন মোড়ে মার্চ ফর খেলাফত মিছিল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৮ মার্চ) বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নূর ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিজ মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মোহাম্মদ আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন ওরফে জিউন (২১), মো. রিফাত ইসলাম রশিদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম শিকদার শিহাব (১৮) ও আহমেদ নাসিফ কবির কাব্য (১৮)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ৭ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে প্রায় ২,০০০-২,২০০ জন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ ব্যানারে মার্চ ফর খেলাফত শীর্ষক মিছিল বের করে।

পুলিশ তাদের পল্টন মোড়ে বাধা দিলে, তারা তা উপেক্ষা করে পতাকা, ব্যানার ও লাঠিসোঁটা হাতে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তারা পল্টন মোড়ে পুলিশের বাধা অগ্রাহ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জান-মাল রক্ষার্থে পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে যায়। একপর্যায়ে পুলিশ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করে।

তাদের সঙ্গে থাকা পতাকা, ব্যানার, স্লোগান ও কার্যক্রম দেখে নিশ্চিত হওয়া গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ও সমর্থক। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

হিযবুত তাহরীরের ১৭ সদস্য রিমান্ডে

সময় ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

রাজধানীর পল্টন মোড়ে মার্চ ফর খেলাফত মিছিল থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৮ মার্চ) বিকেলে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. নূর ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিজ মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মোহাম্মদ আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন ওরফে জিউন (২১), মো. রিফাত ইসলাম রশিদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম শিকদার শিহাব (১৮) ও আহমেদ নাসিফ কবির কাব্য (১৮)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ৭ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে প্রায় ২,০০০-২,২০০ জন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ ব্যানারে মার্চ ফর খেলাফত শীর্ষক মিছিল বের করে।

পুলিশ তাদের পল্টন মোড়ে বাধা দিলে, তারা তা উপেক্ষা করে পতাকা, ব্যানার ও লাঠিসোঁটা হাতে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তারা পল্টন মোড়ে পুলিশের বাধা অগ্রাহ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জান-মাল রক্ষার্থে পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে যায়। একপর্যায়ে পুলিশ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করে।

তাদের সঙ্গে থাকা পতাকা, ব্যানার, স্লোগান ও কার্যক্রম দেখে নিশ্চিত হওয়া গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ও সমর্থক। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।