হামলার আশঙ্কায় রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার

- সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 18
আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও আরও শক্তিশালী করা হয়েছে।
সম্প্রতি ক্যাম্পে ঈদের দিনে ক্যাম্পের মসজিদ গুলোতে হামলা এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে বাংলা অ্যাফেয়ার্স। সবকিছু মাথায় রেখে ক্যাম্প জুড়ে কঠোর নজরদারি করা হয়েছে।
কক্সবাজারের এসব ক্যাম্পে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ক্যাম্পে সক্রিয় একাধিক সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য বিস্তার, অপহরণ ও মাদক ব্যবসায় জড়িত। আরসা ও আরএসওকে এসব অপরাধের জন্য মূলত দায়ী করা হয়।
গত ১৮ মার্চ নারায়ণগঞ্জ থেকে আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনীসহ ৬ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এর ফলে ক্যাম্পে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাগরিক সমাজ।

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, আতাউল্লাহর গ্রেপ্তারের রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাদের বিভিন্ন গ্রুপ হামলার হুমকি দিচ্ছেন এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
কক্সবাজার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কায়সার রিজভী কোরায়েশী জানান, ক্যাম্প এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পবিত্র ঈদ আগামীকাল ক্যাম্পে বিভিন্ন কোনো ধরনের ঝামেলা না হয়।
এছাড়া কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, ক্যাম্পে বিশৃঙ্খলা এড়াতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে রোহিঙ্গাদের মাঝে আধিপত্য বিস্তার হতে না পারে এই কারণে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, ক্যাম্পে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
ঈদের দিনে ক্যাম্পের মসজিদে বোমা হামলা হতে পারে রোহিঙ্গাদের ফেইসবুক সূত্র ধরে বাংলা অ্যাফেয়ার্সে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এরপরে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited