ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে আর গোপন রাখলেন না অভিনেত্রী তমালিকা

বিনোদন ডেস্ক
  • সময় ০২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
  • / 27

স্বামীকে আর গোপন রাখলেন না অভিনেত্রী তমালিকা

একসময়ের বেশ দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন তিনি। এখন আর পর্দায় তেমন দেখা যায় না। সংসার গড়েছেন প্রবাসেই। এর আগে গুঞ্জন ছিল তমালিকার বিয়ের কিন্তু তা প্রকাশ করেননি তিনি। এবার নিজেই জানালেন বিয়ের খবর।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তমালিকা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

তমালিকা তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

জানা গেছে, তমালিকার স্বামীর নাম প্রভীন। তার পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হকসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় হয়। এরপর প্রেম বিয়ে করেন দুজনে।

উল্লেখ্য, তমালিকার অভিনয় শুরুটা মঞ্চ থেকেই, যখন তার বয়স ছিল মাত্র তিন বছর। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক পাথর এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু।তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’-এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করেন ১৯৯৬ সালে ‘এই ঘর এই সংসার’ ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে।

শেয়ার করুন

স্বামীকে আর গোপন রাখলেন না অভিনেত্রী তমালিকা

সময় ০২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

একসময়ের বেশ দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার। যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন তিনি। এখন আর পর্দায় তেমন দেখা যায় না। সংসার গড়েছেন প্রবাসেই। এর আগে গুঞ্জন ছিল তমালিকার বিয়ের কিন্তু তা প্রকাশ করেননি তিনি। এবার নিজেই জানালেন বিয়ের খবর।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তমালিকা। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

তমালিকা তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

জানা গেছে, তমালিকার স্বামীর নাম প্রভীন। তার পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হকসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

ঘনিষ্ঠদের ভাষ্য মতে, অনেকদিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।

জানা যায়, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় হয়। এরপর প্রেম বিয়ে করেন দুজনে।

উল্লেখ্য, তমালিকার অভিনয় শুরুটা মঞ্চ থেকেই, যখন তার বয়স ছিল মাত্র তিন বছর। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক পাথর এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু।তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’-এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করেন ১৯৯৬ সালে ‘এই ঘর এই সংসার’ ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে।