০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সৃজিতের বুকে মিথিলায় জায়গায় ঋতাভরী

বিনোদন ডেস্ক
  • সময় ০৯:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 19

সৃজিতের বুকে ঋতাভরী

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মিথিলার সঙ্গে সংসার পাতার আগেও সৃজিতের জীবনে ছিল একাধিক প্রেমের অধ্যায়। বিশেষ করে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, যা নিয়ে অনেক আলোচনাও হয়েছে।

মিথিলার সঙ্গে বিয়ের পর সৃজিত ও ঋতাভরীর যোগাযোগ বন্ধ হয়ে গেলেও, সম্প্রতি আবার তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। সৃজিত নিজেই ঋতাভরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া ঋতাভরীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চ ইভেন্টেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজিত।

সম্প্রতি এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋতাভরী। তাদের প্রেম ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই বিষয়ে কখনো কোথাও কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক, ও একটা পাগল! আমার কাছে ও এরকমই। আমরা দীর্ঘ ৭-৮ বছর কথা বলিনি। এখন আবার আমরা বন্ধুত্বটাকে উপভোগ করছি।”

সৃজিত-মিথিলা
সৃজিত-মিথিলা

সৃজিতকে নিয়ে নানা ধরনের মন্তব্য শোনা গেলেও, এই বিষয়ে নিরপেক্ষ থাকতে চান ঋতাভরী। তিনি বলেন, “সৃজিত এত বড় পাবলিক ফিগার, একেকজন ওকে একেকভাবে দেখে। কেউ ওর ভক্ত, কেউ একেবারে সহ্য করতে পারে না। কেউ তো ওর ওপর এত রেগে থাকে, পারলে ‘মি টু’ অভিযোগও দিয়ে দিতো, আবার কেউ বলে সৃজিতের মতো ভালো মানুষ হয় না। আমি সবই শুনি। কিন্তু আমার কাছে ও হচ্ছে ‘গুবলু’!”

একই সঙ্গে সৃজিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার দায়ও নিজের কাঁধে নিলেন ঋতাভরী। তিনি স্বীকার করে বলেন, “আমি ওর হৃদয় ভেঙেছি। এটা নিয়ে কখনো গর্ব করব না। আমি যা করেছি, সেটা ভুল ছিল। অনেক বছর ধরে ভেবেছি, ও আমাকে ঘৃণা করে। তবে বিস্তারে কিছু বলব না, শুধু এটুকু বলব—আমার করা ভুল ছিল।”

সৃজিত ও ঋতাভরীর বন্ধুত্বের নতুন এই মোড় কি শুধুই অতীত সম্পর্কের জট খুলছে, নাকি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে—তা নিয়ে জল্পনা কিন্তু থেকেই যাচ্ছে! বাংলাদেশের মিথিলার ভক্তরা প্রশ্ন তুলেছেন, সৃজিতের বুকে তার স্থানেই ঋতাভরী চলে এসেছেন।

শেয়ার করুন

সৃজিতের বুকে মিথিলায় জায়গায় ঋতাভরী

সময় ০৯:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে মিথিলার সঙ্গে সংসার পাতার আগেও সৃজিতের জীবনে ছিল একাধিক প্রেমের অধ্যায়। বিশেষ করে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল ওপেন সিক্রেট, যা নিয়ে অনেক আলোচনাও হয়েছে।

মিথিলার সঙ্গে বিয়ের পর সৃজিত ও ঋতাভরীর যোগাযোগ বন্ধ হয়ে গেলেও, সম্প্রতি আবার তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। সৃজিত নিজেই ঋতাভরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া ঋতাভরীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চ ইভেন্টেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজিত।

সম্প্রতি এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋতাভরী। তাদের প্রেম ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এই বিষয়ে কখনো কোথাও কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক, ও একটা পাগল! আমার কাছে ও এরকমই। আমরা দীর্ঘ ৭-৮ বছর কথা বলিনি। এখন আবার আমরা বন্ধুত্বটাকে উপভোগ করছি।”

সৃজিত-মিথিলা
সৃজিত-মিথিলা

সৃজিতকে নিয়ে নানা ধরনের মন্তব্য শোনা গেলেও, এই বিষয়ে নিরপেক্ষ থাকতে চান ঋতাভরী। তিনি বলেন, “সৃজিত এত বড় পাবলিক ফিগার, একেকজন ওকে একেকভাবে দেখে। কেউ ওর ভক্ত, কেউ একেবারে সহ্য করতে পারে না। কেউ তো ওর ওপর এত রেগে থাকে, পারলে ‘মি টু’ অভিযোগও দিয়ে দিতো, আবার কেউ বলে সৃজিতের মতো ভালো মানুষ হয় না। আমি সবই শুনি। কিন্তু আমার কাছে ও হচ্ছে ‘গুবলু’!”

একই সঙ্গে সৃজিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার দায়ও নিজের কাঁধে নিলেন ঋতাভরী। তিনি স্বীকার করে বলেন, “আমি ওর হৃদয় ভেঙেছি। এটা নিয়ে কখনো গর্ব করব না। আমি যা করেছি, সেটা ভুল ছিল। অনেক বছর ধরে ভেবেছি, ও আমাকে ঘৃণা করে। তবে বিস্তারে কিছু বলব না, শুধু এটুকু বলব—আমার করা ভুল ছিল।”

সৃজিত ও ঋতাভরীর বন্ধুত্বের নতুন এই মোড় কি শুধুই অতীত সম্পর্কের জট খুলছে, নাকি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে—তা নিয়ে জল্পনা কিন্তু থেকেই যাচ্ছে! বাংলাদেশের মিথিলার ভক্তরা প্রশ্ন তুলেছেন, সৃজিতের বুকে তার স্থানেই ঋতাভরী চলে এসেছেন।