সাবেক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্ররা
- সময় ০৩:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 23
চট্টগ্রামের রাউজানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে সমন্বয়ক রাসেল ও সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির উপস্থিতিতে হামলার চেষ্টা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাউজান উপজেলা অডিটোরিয়াম এ ঘটনায় মামলার পর একজনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্ররা। তাঁর নাম হামিম। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের সাবেক কর্মী ও সেন্ট্রাল বয়েজ রাউজান নামের সংগঠনের ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফির উপস্থিতিতে হট্টগোলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এই ঘটনায় রাউজানের ছাত্র প্রতিনিধি বেলাল নামের একজন গতকাল দিবাগত রাতে রাউজান থানায় মামলা করেন। তিনি এজাহারে বলেন, রাউজানের সেমিনারে সমন্বয়ক রাসেল ও রাফি উপস্থিত ছিলেন। ওই সময় ১৫ থেকে ২০ জন হামলা চালায়। তারা রাফি ও কয়েকজন নারী সদস্যকে মারতে উদ্যত হয়। এই ঘটনায় বেলালসহ কয়েকজন আহত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজানের প্রতিনিধি দাবি করা এম. আবেদীন সাজিদ জানান, আবদুল্লাহ আল হামিদ নামে একজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তারা সাবেক ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ রাউজানের সদস্য।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, সোমবার রাউজান উপজেলা অডিটোরিয়ামে রাউজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গণঅভ্যুত্থান ও মতবিনিময় সভায় যোগ দেন রাফি। সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘ঘটনা প্রবাহ, চলমান সংকট ও নিরসন, আজকের প্রজন্ম ও আগামীর বাংলাদেশ’।
তিনি বলেন, সেখানে ছাত্রলীগের কিছু ছেলে ঝামেলা করেছে। হট্টগোল হয়। পরে মামলা হয়। ছাত্ররাই হামলাকারী হামিম নামের একজনকে ধরে থানায় নিয়ে আসে। তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হামিম সাবেক ছাত্রলীগ ও সেন্ট্রাল বয়েজ রাউজানের সদস্য।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited