০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 26

সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ এই অভিযান পরিচালনা করে।

নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিজিবির বিশেষ আভিযানিক দলগুলো সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ব্যথানাশক ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়া, বৈকারী বিওপি বলদঘাটা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপি চারাবাড়ি থেকে ১০ হাজার টাকার ভারতীয় আগরবাতি, কাকডাঙ্গা বিওপি কুঠিবাড়ি ও গেড়াখালি থেকে ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপি ভাদিয়ালী থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃত এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল, যা দেশের শিল্পখাতের জন্য ক্ষতিকর এবং রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। বিজিবির দ্রুত অভিযানের ফলে এসব চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে।

জব্দকৃত মালামাল দ্রুত সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হবে বলে বিজিবি নিশ্চিত করেছে।

শেয়ার করুন

সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ এই অভিযান পরিচালনা করে।

নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিজিবির বিশেষ আভিযানিক দলগুলো সীমান্তবর্তী এলাকাগুলোতে একযোগে অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ব্যথানাশক ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়া, বৈকারী বিওপি বলদঘাটা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপি চারাবাড়ি থেকে ১০ হাজার টাকার ভারতীয় আগরবাতি, কাকডাঙ্গা বিওপি কুঠিবাড়ি ও গেড়াখালি থেকে ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপি ভাদিয়ালী থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরায় সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবি সূত্র জানিয়েছে, আটককৃত এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল, যা দেশের শিল্পখাতের জন্য ক্ষতিকর এবং রাজস্ব ক্ষতির কারণ হতে পারে। বিজিবির দ্রুত অভিযানের ফলে এসব চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে।

জব্দকৃত মালামাল দ্রুত সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হবে বলে বিজিবি নিশ্চিত করেছে।