০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০২:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 176

সাতক্ষীরায় সরকারি কাজে বাধা ও চাঁদা

সাতক্ষীরার শ্যামনগরে নদী শাসন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে চাঁদা দাবি ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রতিবাদে শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ মোঃ আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান জাইকার অর্থায়নে বাংলাদেশ নৌবাহিনী ও আর রাদ কর্পোরেশন যৌথভাবে পানি উন্নয়ন বোর্ডের আওতায় শ্যামনগরের পাঁচটি স্থানে নদী শাসনের কাজ করছে। এই প্রকল্পের সব উপাদান বুয়েট পরীক্ষাগারে উত্তীর্ণ হওয়ার পর কাজে ব্যবহার করা হয় এবং জাইকা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিংয়ের আওতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

তবে প্রকল্প শুরুর পর থেকে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম হাজীর বিরুদ্ধে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তিনি বলেন চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া নজরুল হাজীর দাবি অনুযায়ী অবৈধ সুযোগ-সুবিধা না দিলে প্রকল্পের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এই চাঁদাবাজির ঘটনায় গত ১১ সেপ্টেম্বর শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি সাতক্ষীরা সেনা ক্যাম্পকেও জানানো হয়। কিন্তু সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত থাকায় প্রকল্পের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়।

সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি প্রকল্প পরিদর্শনে আসলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পুনরায় চাঁদার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং হুমকি দেওয়া হয়। তাদের দাবি পূরণ না করলে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালানো হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোঃ আব্দুর রহমান আরও জানান, এই প্রকল্পের কাজে ব্যবহৃত জমি সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, যা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ব্যবহৃত হচ্ছে। কিন্তু নজরুল হাজী নিজের দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় পাথর প্রকল্পস্থলে পৌঁছাবে এবং দ্রুত কাজ শুরু হবে। এজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

 

শেয়ার করুন

সাতক্ষীরায় সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

সময় ০২:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে নদী শাসন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে চাঁদা দাবি ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রতিবাদে শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ কর্পোরেশনের এডমিন ইনচার্জ মোঃ আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান জাইকার অর্থায়নে বাংলাদেশ নৌবাহিনী ও আর রাদ কর্পোরেশন যৌথভাবে পানি উন্নয়ন বোর্ডের আওতায় শ্যামনগরের পাঁচটি স্থানে নদী শাসনের কাজ করছে। এই প্রকল্পের সব উপাদান বুয়েট পরীক্ষাগারে উত্তীর্ণ হওয়ার পর কাজে ব্যবহার করা হয় এবং জাইকা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিংয়ের আওতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

তবে প্রকল্প শুরুর পর থেকে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম হাজীর বিরুদ্ধে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে তিনি বলেন চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া নজরুল হাজীর দাবি অনুযায়ী অবৈধ সুযোগ-সুবিধা না দিলে প্রকল্পের অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এই চাঁদাবাজির ঘটনায় গত ১১ সেপ্টেম্বর শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি সাতক্ষীরা সেনা ক্যাম্পকেও জানানো হয়। কিন্তু সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত থাকায় প্রকল্পের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়।

সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি প্রকল্প পরিদর্শনে আসলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পুনরায় চাঁদার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং হুমকি দেওয়া হয়। তাদের দাবি পূরণ না করলে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালানো হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোঃ আব্দুর রহমান আরও জানান, এই প্রকল্পের কাজে ব্যবহৃত জমি সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, যা জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে ব্যবহৃত হচ্ছে। কিন্তু নজরুল হাজী নিজের দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় পাথর প্রকল্পস্থলে পৌঁছাবে এবং দ্রুত কাজ শুরু হবে। এজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।