সাতক্ষীরায় শিক্ষকদের ধূমপান বিরোধী ক্যাম্পেইন
- সময় ০২:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 45
সাতক্ষীরায় ধূমপান বিরোধী ক্যাম্পেইনে নেমেছেন শিক্ষকরা। এই কাজটি পুরো জেলাতেই আলোড়ন সৃষ্টি করেছে। এমন প্রশংসনীয় ক্যাম্পেইন শুরু করেছেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকরা।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সাতক্ষীরা শহরের আমতলা মোড়ে মুদিখানা ও চায়ের দোকানে এই ক্যাম্পেইন করেন তারা। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির সব শিক্ষক।
সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন বলেন, আমাদের শিক্ষার্থীরা মাঝে মধ্যে রাস্তাঘাটে ধূমপান করে। শিক্ষার্থীরা যাতে করে ধূমপান থেকে বিরত রাখার জন্যই আমাদের এই ক্যাম্পেইন। এটাকে মাদক বিরোধী ক্যাম্পেইনও বলা যায়।
ছেলেরা যদি মাদক সেবন করে বা ধূমপান করে তাহলে তাদের ভবিষ্যত অনিশ্চিত, অন্ধকার। তারা যেন দক্ষ জনশক্তিতে রূপান্তর হতে পারে সেজন্য এই ক্যাম্পেইন। যারা ধূমপান সামগ্রী বিক্রি করে সব প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইনটা আমরা করছি।
অধ্যক্ষ ফেরদৌস আরেফিন আরো বলেন, দোকানীদের বলছি তারা যেন ছাত্রদের কাছে ধূমপান সামগ্রী বিক্রি না করে ও কোন ছাত্র আসলে যেন ছবি তুলে আমাদের খবর দেয়।
ক্যাম্পেইনে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, চীফ ইন্সটেক্টর আরএসসি আব্দুল আলিম, শিক্ষক রজ্ঞন কুমার সরকার, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার উপহার দেয়া হয় দোকানীদের।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited