সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

- সময় ০৯:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / 29
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির পৃথক অভিযানে ভারতীয় মোবাইল ফোন, প্রসাধনী সামগ্রী, ঔষধ, শাড়ি ও বোরকা জব্দ করা হয়।
ভোমরা বিওপির ফলমোড় ও লক্ষীদাড়ি এলাকা থেকে ৮৯,২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও প্রসাধনী, কালিয়ানী বিওপি থেকে ৮৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপি থেকে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপি থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং সুলতানপুর বিওপি থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়। মোট জব্দকৃত মালামালের মূল্য ৫,১৪,২০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছে, যা দেশীয় শিল্পের জন্য হুমকি এবং রাজস্ব ক্ষতির কারণ। বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে। মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জনসম্মুখে ধ্বংস করা হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited