সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার রূপার গয়না জব্দ
- সময় ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
- / 33
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার হিজলদী সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি ওজনের ভারতীয় রুপার গয়না জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে সদর উপজেলার হিজলদী সীমান্তের শিশুতলা নামক স্থান থেকে গয়না গুলো জব্দ করা হয়। জব্দকৃত গয়নার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাতক্ষীরা সদর উপজেলার হিজলদী সীমান্তের শিশুতলা নামক এলাকা থেকে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হিজলদী বিওপির নায়েক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল সেখানে অভিযান চালান।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্লাষ্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে সাড়ে ৪ কেজি ওজনের ভারতীয় রূপার গয়না জব্দ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জিডি (সাধারন ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণপূর্বক জব্দকৃত রুপার গয়না সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited