ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত

সিনিয়র প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ১০:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
  • / 21

নেত্রকোনা মডেল থানা

নেত্রকোনায় মোটরসাইকেল, লেগুনা ও লড়ির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর আটপাড়া রোডের পঞ্চাননপুর এলাকার কাসেম মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,মো. জাকির হোসেন (২৮), তিনি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জালাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত মো. শাহ পরান একই গ্রামের রতন ফকিরের ছেলে।

জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল বলেন, “গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তারা পৌঁছার আগেই জাকির হোসেন ঘটনাস্থলে নিহত হন। অপর গুরুতর আহত শাহ পরানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা গেছেন।

এ ব্যাপারে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হামিদুর রহমান জানান, জাকিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং শাহপরানের অবস্থা সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানোর পথে তিনি ও মারা যান।

শেয়ার করুন

সড়কে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত

সময় ১০:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় মোটরসাইকেল, লেগুনা ও লড়ির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর আটপাড়া রোডের পঞ্চাননপুর এলাকার কাসেম মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,মো. জাকির হোসেন (২৮), তিনি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জালাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত মো. শাহ পরান একই গ্রামের রতন ফকিরের ছেলে।

জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল বলেন, “গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তারা পৌঁছার আগেই জাকির হোসেন ঘটনাস্থলে নিহত হন। অপর গুরুতর আহত শাহ পরানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা গেছেন।

এ ব্যাপারে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হামিদুর রহমান জানান, জাকিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং শাহপরানের অবস্থা সংকটাপন্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানোর পথে তিনি ও মারা যান।