ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শোকজ করা হলো যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে

যুক্তরাজ্য প্রতিনিধি
  • সময় ১১:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 248

যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছর

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।

শোকজের চিঠি পাওয়ার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন কয়ছর আহমেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ২০শে অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। পরদিন তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়।

এর আগে গত ৮ই সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

মূলত ৫শেই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বিএনপির দলীয় কমন থেকে বলা হয়েছে তাদের সংযত থাকতে এবং বলা হয়েছিল দলে কোন প্রকার ও শৃংখল ব্যক্তি কে ক্ষমা করা হবে না দলীয় সিদ্ধান্ত অমান্যের জন্য তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

শোকজ করা হলো যুক্তরাজ্য বিএনপি নেতা কয়ছরকে

সময় ১১:০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়।

শোকজের চিঠি পাওয়ার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন কয়ছর আহমেদ। তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ২০শে অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। পরদিন তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়।

এর আগে গত ৮ই সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।

মূলত ৫শেই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বিএনপির দলীয় কমন থেকে বলা হয়েছে তাদের সংযত থাকতে এবং বলা হয়েছিল দলে কোন প্রকার ও শৃংখল ব্যক্তি কে ক্ষমা করা হবে না দলীয় সিদ্ধান্ত অমান্যের জন্য তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।