০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের প্রস্তুতি, বিকেলে আত্মপ্রকাশ এনসিপি’র

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 58

শেষ মুহূর্তের প্রস্তুতি, বিকেলে আত্মপ্রকাশ এনসিপি’র

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টায় এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, মেডিকেল টিম, ওয়াশরুম, পানির ব্যবস্থা ও পুলিশ বুথ তৈরি করা হয়েছে। নারীদের জন্য আলাদা বুথ এবং ভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন দলের নেতৃত্বে বিভিন্ন স্তরের প্রতিনিধি থাকছেন। প্রাথমিকভাবে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে, যার মধ্যে প্রথম ধাপে শীর্ষ ৯টি পদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২টি পদ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

দলের প্রতীক হিসেবে জাতীয় মাছ ইলিশ ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। নতুন দলটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গভীর সংস্কারমূলক নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলগুলোকে, গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের।

এনসিপির নেতারা বলছেন, ‘বাংলাদেশপন্থী’ চিন্তাধারায় পরিচালিত দল হবে এনসিপি, যা প্রচলিত ডান বা বাম মতাদর্শের বাইরে গিয়ে কাজ করবে।

বিকেলের জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক শক্তির অভিষেক হতে যাচ্ছে।

শেয়ার করুন

শেষ মুহূর্তের প্রস্তুতি, বিকেলে আত্মপ্রকাশ এনসিপি’র

সময় ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টায় এক বিশাল জমায়েতের মধ্য দিয়ে এই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, মেডিকেল টিম, ওয়াশরুম, পানির ব্যবস্থা ও পুলিশ বুথ তৈরি করা হয়েছে। নারীদের জন্য আলাদা বুথ এবং ভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন দলের নেতৃত্বে বিভিন্ন স্তরের প্রতিনিধি থাকছেন। প্রাথমিকভাবে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে, যার মধ্যে প্রথম ধাপে শীর্ষ ৯টি পদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২টি পদ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

দলের প্রতীক হিসেবে জাতীয় মাছ ইলিশ ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। নতুন দলটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গভীর সংস্কারমূলক নীতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলগুলোকে, গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের।

এনসিপির নেতারা বলছেন, ‘বাংলাদেশপন্থী’ চিন্তাধারায় পরিচালিত দল হবে এনসিপি, যা প্রচলিত ডান বা বাম মতাদর্শের বাইরে গিয়ে কাজ করবে।

বিকেলের জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক শক্তির অভিষেক হতে যাচ্ছে।