০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ০৫:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 66

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে।

সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। একই সঙ্গে স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।

এছাড়া, প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। তাই তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া শিগগিরই শুরু করতে চায় বোর্ড।

প্রসঙ্গত, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গত বছর বিসিবির দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে।

শেয়ার করুন

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

সময় ০৫:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রাখা হয়েছে।

সভায় স্টেডিয়ামের নাম পরিবর্তন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। একই সঙ্গে স্পিন কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।

এছাড়া, প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। তাই তাদের চুক্তি নবায়ন প্রক্রিয়া শিগগিরই শুরু করতে চায় বোর্ড।

প্রসঙ্গত, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গত বছর বিসিবির দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন যে, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে।