শিহাব শাহীনের 'দাগী' দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো | Bangla Affairs
০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শিহাব শাহীনের ‘দাগী’ দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো

নিউজ ডেস্ক
  • সময় ০৫:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 290

Afran Nisho & Shihab Shaheen

প্রথমে বিজ্ঞাপন, এরপর নাটক তারপর সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটা এমন! প্রায় একযুগ ছোটপর্দায় কাজ করে গেল বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপন ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি। নিশোর অনুসারীরা খুব করে চাইছেন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরুন।

শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর নতুন সিনেমা হচ্ছে ‘দাগী’। গত সোমবার (২১ অক্টোবর) চলচ্চিত্র পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে ‘দাগী’ হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় সিনেমা।

শেয়ার করুন

শিহাব শাহীনের ‘দাগী’ দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো

সময় ০৫:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

প্রথমে বিজ্ঞাপন, এরপর নাটক তারপর সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটা এমন! প্রায় একযুগ ছোটপর্দায় কাজ করে গেল বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।

এরপর আড়ালে যান নিশো। বিজ্ঞাপন ছাড়া তাকে কোনো কাজে পাওয়া যায়নি। নিশোর অনুসারীরা খুব করে চাইছেন তিনি নতুন চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরুন।

শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশোর নতুন সিনেমা হচ্ছে ‘দাগী’। গত সোমবার (২১ অক্টোবর) চলচ্চিত্র পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে ‘দাগী’ হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় সিনেমা।