০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শাহ আলী থানা বিএনপির কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • / 30

শাহ আলী থানা বিএনপির কর্মশালা

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শাহ আলী থানা বিএনপি এক কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মিরপুরের সাবেক কাউন্সিলর প্রয়াত সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী ফেরদৌসী আরা বৃষ্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত কর্মসূচি শুধু বিএনপির জন্য নয়, বরং এটি সারা দেশের মানুষের কল্যাণে ও রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা হুমায়ুন কবির রওশন। তিনি বলেন, “ফ্যাসিবাদ দূর করে ছাত্র-জনতার নতুন দেশে রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দেওয়া জরুরি। গণমূখী ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় শাহ আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের ঝন্টুসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া মহানগর উত্তরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

শাহ আলী থানা বিএনপির কর্মশালা

সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শাহ আলী থানা বিএনপি এক কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মিরপুরের সাবেক কাউন্সিলর প্রয়াত সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী ফেরদৌসী আরা বৃষ্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত কর্মসূচি শুধু বিএনপির জন্য নয়, বরং এটি সারা দেশের মানুষের কল্যাণে ও রাষ্ট্র সংস্কারের জন্য অপরিহার্য। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা হুমায়ুন কবির রওশন। তিনি বলেন, “ফ্যাসিবাদ দূর করে ছাত্র-জনতার নতুন দেশে রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দেওয়া জরুরি। গণমূখী ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় শাহ আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের ঝন্টুসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া মহানগর উত্তরের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন।