১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নতুন দলের আত্নপ্রকাশ

শহীদ মিনার নয়, মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • / 24

নতুন দলের আত্নপ্রকাশ

তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আগামী বুধবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির উদ্বোধনের পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তথ্য অনুসারে, মার্চ মাস থেকে রোজা শুরু হওয়ায় দলটি ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করছে। তারা আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লাখ মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এই উপলক্ষে একাধিক কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং ঘোষণাপত্র তৈরির কমিটি। বিভিন্ন পর্যায়ে দফায় দফায় সভা অনুষ্ঠিত হচ্ছে, যার সর্বশেষটি গত শুক্রবার হয়েছে।

এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করে নাগরিক কমিটি, যেখানে ৩.৫ লাখের বেশি মানুষ মতামত দিয়েছে। এসব মতামত যাচাই-বাছাই করে দল গঠনের প্রস্তুতি চলছে।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, বিভিন্ন প্রস্তুতিমূলক কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। আত্মপ্রকাশের ধরন ও সময় নিয়ে আলোচনা চলছে এবং সপ্তাহের শেষদিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যদিও আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত, তবুও দলের নাম ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হয়নি। শীর্ষ পদ নিয়ে এখনও আলোচনা চলছে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নিয়ে দরকষাকষি চলছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন।

আলাপ-আলোচনার মাধ্যমে নেতৃত্ব গঠনের প্রক্রিয়া স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া উচিত বলে মত দিয়েছেন আলী আহসান জুনায়েদ। তিনি ফেসবুকে উল্লেখ করেছেন, নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া যেন যথাযথ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠনও শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে। কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে রশিদুল ইসলাম রিফাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আবদুল কাদের ও সদস্য সচিব হিসেবে মহির আলম দায়িত্ব পেতে পারেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আলোচনায় আছেন সানজানা আফিফা অদিতি, রাফিয়া রেহনুমা হৃদি ও হাসিব আল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সম্ভাব্য নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের, জাহিদ আহসান ইতিহাস বিভাগের, আবদুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের, মহির আলম গণিত বিভাগের এবং তারা বিভিন্ন হলের ছাত্র।

দল গঠনের প্রক্রিয়া এগিয়ে চললেও বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য আরও আলোচনা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

নতুন দলের আত্নপ্রকাশ

শহীদ মিনার নয়, মানিক মিয়া অ্যাভিনিউ

সময় ০১:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আগামী বুধবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির উদ্বোধনের পরিকল্পনা থাকলেও তা পরিবর্তন করে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তথ্য অনুসারে, মার্চ মাস থেকে রোজা শুরু হওয়ায় দলটি ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করছে। তারা আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লাখ মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা নিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এই উপলক্ষে একাধিক কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং ঘোষণাপত্র তৈরির কমিটি। বিভিন্ন পর্যায়ে দফায় দফায় সভা অনুষ্ঠিত হচ্ছে, যার সর্বশেষটি গত শুক্রবার হয়েছে।

এর আগে, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করে নাগরিক কমিটি, যেখানে ৩.৫ লাখের বেশি মানুষ মতামত দিয়েছে। এসব মতামত যাচাই-বাছাই করে দল গঠনের প্রস্তুতি চলছে।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, বিভিন্ন প্রস্তুতিমূলক কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে। আত্মপ্রকাশের ধরন ও সময় নিয়ে আলোচনা চলছে এবং সপ্তাহের শেষদিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যদিও আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত, তবুও দলের নাম ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হয়নি। শীর্ষ পদ নিয়ে এখনও আলোচনা চলছে। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত হলেও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ নিয়ে দরকষাকষি চলছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন।

আলাপ-আলোচনার মাধ্যমে নেতৃত্ব গঠনের প্রক্রিয়া স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া উচিত বলে মত দিয়েছেন আলী আহসান জুনায়েদ। তিনি ফেসবুকে উল্লেখ করেছেন, নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া যেন যথাযথ স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠনও শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে। কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে রশিদুল ইসলাম রিফাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আবদুল কাদের ও সদস্য সচিব হিসেবে মহির আলম দায়িত্ব পেতে পারেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আলোচনায় আছেন সানজানা আফিফা অদিতি, রাফিয়া রেহনুমা হৃদি ও হাসিব আল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সম্ভাব্য নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগের, জাহিদ আহসান ইতিহাস বিভাগের, আবদুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের, মহির আলম গণিত বিভাগের এবং তারা বিভিন্ন হলের ছাত্র।

দল গঠনের প্রক্রিয়া এগিয়ে চললেও বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য আরও আলোচনা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।