রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- সময় ০৩:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
- / 28
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ-৭৫ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই ক্যাম্পের এফ-৭৫ ব্লকের বাসিন্দা রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও তাঁর মেয়ে সুবাইদা বেগম (১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
তিনি জানান, ক্যাম্প সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে। ‘এ ঘটনার সাথে কারা জড়িত, কেন খুন করা হলো তার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মা-মেয়ের দুইটি মরদেহ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশের সদস্যরা।
মা-মেয়ে খুনের সাথে কারা জড়িত রয়েছে রহস্য বের করার জন্য অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশের পাশাপাশি থানা পুলিশের একটি কাজ করছে। মরদেহ গুলোর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited