ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাশেক রহমানের পল্টিবাজি

উৎপল দাস
  • সময় ১২:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
  • / 55

টকশোতে রাশেক রহমান

আওয়ামী লীগের কোষাধক্ষ এইচ এন আশিকুর রহমান পুত্র রাশেক রহমান; যিনি বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন টিভি টকশোতে ছিলেন সরব। আওয়ামী লীগের এই নেতা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নেমে পরেছেন দলের সমালোচনায়। তার এই পল্টিবাজির আচরণ নিয়ে কিছুটা বিব্রত দলটির হাইকমান্ড।

এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সোহেল তাজও ৫ আগস্টের পর আওয়ামী লীগের প্রকাশ্য সমালোচনা শুরু করেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, এ দুই নেতাই আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন। দলের দু:সময়ে তারা মূলত খন্দকার মোশতাকের আচরণ শুরু করেছেন।

সাকিব আল হাসানের সঙ্গে রাশেক রহমান
সাকিব আল হাসানের সঙ্গে রাশেক রহমান

আওয়ামী লীগের শাসনামলে রাশেখ রহমানকে নিয়মিত টকশোতে। খুব বেশি উত্তেজিত না হলেও তিনি বিএনপিপন্থীদের সঙ্গে কথার লড়াই চালিয়ে গেছেন নিরন্তর। যদিও তার টকশোতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উঠতো কম। ছিল তথ্য উপাত্তের ঘাটতিও। বিএনপি বা বিরোধী দলের অন্য মতাদর্শের লোকদের তিনি কথার ফুলঝুরি অথবা বাক্যবানে আঘাতও করতেন।

এবার একজন নারী উপস্থাপিকার ইউটিউব টকশোতে যোগ দিয়ে কথা বলেছেন রাশেক রহমান। যেখানে তিনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন উপস্থাপিকতার প্রশ্নে নাকি তার ঘাম বের হওয়ার উপক্রম।

পিতার সঙ্গে শেখ হাসিনার সান্নিধ্যে রাশেক
পিতার সঙ্গে শেখ হাসিনার সান্নিধ্যে রাশেক

রাশেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা সেটা হয়তো তিনি নিজেই জানেন না। তার পিতা একজন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। এইচ এন আশিকুর রহমান (জন্মঃ ১১ ডিসেম্বর ১৯৪১) বাংলাদেশের রংপুর জেলার রাজনীতিবিদ ও শিল্পপতি। তিনি রংপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ।

স্থানীয়েো রাশেক রহমান এস আলম গ্রুপের ব্যাংকিং সেক্টরের লুটপাটের কথা বলেছেন। কিন্তু তাদের একটি বেসরকারি ব্যাংকের কি অবস্থা! সেটা নিয়ে কোনো কথা বলেননি। আওয়ামী লীগের ভুল স্বীকার করার প্রশ্নে রাশেক রহমান বলেন, এর দায়ভার আওয়ামী লীগের না। কারণ ব্যাংক যারা পরিচালনা করেছেন, তাদেরকেই দায় নিতে হবে।

টকশোতে রাশেক আরো বলেছেন, বছরে ১২ হাজার মার্কিন ডলার বিদেশে নেয়ার সুযোগ আছে। এমন নিয়ম বাংলাদেশ ব্যাংক থেকেই করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি একবারে বাংলাদেশ ছেড়ে চলে যান, তাহলে সম্পত্তি বিক্রি করে নিতেই পারেন। এস আলমকে খুব নগ্নভাবে সমালোচনা করে গ্রুপটির বিচার হওয়া প্রয়োজন।

রাশেক রহমান বলেন, এস আলম (ডি আলম, এন আলমসহ আরো আলম) কোনো সাহেদ, চৌধুরী ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর খোঁজ খবর নেয়নি। আমি ওইসব গ্রুপের বিচার চাই।

তবে রাশেক রহমান নিজেও নিজ এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময়ে নেতাকর্মীদের তেমনভাবে কোনো খোঁজ খবর নেননি বলে নিশ্চিত করেছেন রংপুরের মিঠাপুকুরের মানুষজন। এমনকি দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও জিততে পারেননি।

নৌকা পেয়েও জিততে পারেননি রাশেক রহমান
নৌকা পেয়েও জিততে পারেননি রাশেক রহমান

উল্লেখ্য, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে দ্বাদশ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী রাশেক রহমান পেয়েছিলেন ৭৪ হাজার ৫৯০ ভোট। ৩৫ হাজার ভোট ব্যবধানে রাশেক রহমান পরাজিত হন বাবা এইচ এন আশিকুর রহমানের শিষ্য জাকির হোসেন সরকারের কাছে।

তৃণমূল আওয়ামী লীগে নৌকা প্রতীক পেয়ে রাশেক রহমান রংপুর ৫ আসনে জিততে পারেননি। কিন্তু এখন সরকার পতনের ৫ মাস পেরিয়ে গেলে তিনি সরব হয়েছেন। তা নিয়ে বাংলাদেশে বিশেষ করে রাশেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

রাশেক রহমানের পল্টিবাজি

সময় ১২:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগের কোষাধক্ষ এইচ এন আশিকুর রহমান পুত্র রাশেক রহমান; যিনি বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন টিভি টকশোতে ছিলেন সরব। আওয়ামী লীগের এই নেতা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নেমে পরেছেন দলের সমালোচনায়। তার এই পল্টিবাজির আচরণ নিয়ে কিছুটা বিব্রত দলটির হাইকমান্ড।

এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সোহেল তাজও ৫ আগস্টের পর আওয়ামী লীগের প্রকাশ্য সমালোচনা শুরু করেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, এ দুই নেতাই আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন। দলের দু:সময়ে তারা মূলত খন্দকার মোশতাকের আচরণ শুরু করেছেন।

সাকিব আল হাসানের সঙ্গে রাশেক রহমান
সাকিব আল হাসানের সঙ্গে রাশেক রহমান

আওয়ামী লীগের শাসনামলে রাশেখ রহমানকে নিয়মিত টকশোতে। খুব বেশি উত্তেজিত না হলেও তিনি বিএনপিপন্থীদের সঙ্গে কথার লড়াই চালিয়ে গেছেন নিরন্তর। যদিও তার টকশোতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উঠতো কম। ছিল তথ্য উপাত্তের ঘাটতিও। বিএনপি বা বিরোধী দলের অন্য মতাদর্শের লোকদের তিনি কথার ফুলঝুরি অথবা বাক্যবানে আঘাতও করতেন।

এবার একজন নারী উপস্থাপিকার ইউটিউব টকশোতে যোগ দিয়ে কথা বলেছেন রাশেক রহমান। যেখানে তিনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন উপস্থাপিকতার প্রশ্নে নাকি তার ঘাম বের হওয়ার উপক্রম।

পিতার সঙ্গে শেখ হাসিনার সান্নিধ্যে রাশেক
পিতার সঙ্গে শেখ হাসিনার সান্নিধ্যে রাশেক

রাশেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা সেটা হয়তো তিনি নিজেই জানেন না। তার পিতা একজন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। এইচ এন আশিকুর রহমান (জন্মঃ ১১ ডিসেম্বর ১৯৪১) বাংলাদেশের রংপুর জেলার রাজনীতিবিদ ও শিল্পপতি। তিনি রংপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ।

স্থানীয়েো রাশেক রহমান এস আলম গ্রুপের ব্যাংকিং সেক্টরের লুটপাটের কথা বলেছেন। কিন্তু তাদের একটি বেসরকারি ব্যাংকের কি অবস্থা! সেটা নিয়ে কোনো কথা বলেননি। আওয়ামী লীগের ভুল স্বীকার করার প্রশ্নে রাশেক রহমান বলেন, এর দায়ভার আওয়ামী লীগের না। কারণ ব্যাংক যারা পরিচালনা করেছেন, তাদেরকেই দায় নিতে হবে।

টকশোতে রাশেক আরো বলেছেন, বছরে ১২ হাজার মার্কিন ডলার বিদেশে নেয়ার সুযোগ আছে। এমন নিয়ম বাংলাদেশ ব্যাংক থেকেই করা হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি একবারে বাংলাদেশ ছেড়ে চলে যান, তাহলে সম্পত্তি বিক্রি করে নিতেই পারেন। এস আলমকে খুব নগ্নভাবে সমালোচনা করে গ্রুপটির বিচার হওয়া প্রয়োজন।

রাশেক রহমান বলেন, এস আলম (ডি আলম, এন আলমসহ আরো আলম) কোনো সাহেদ, চৌধুরী ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর খোঁজ খবর নেয়নি। আমি ওইসব গ্রুপের বিচার চাই।

তবে রাশেক রহমান নিজেও নিজ এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময়ে নেতাকর্মীদের তেমনভাবে কোনো খোঁজ খবর নেননি বলে নিশ্চিত করেছেন রংপুরের মিঠাপুকুরের মানুষজন। এমনকি দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও জিততে পারেননি।

নৌকা পেয়েও জিততে পারেননি রাশেক রহমান
নৌকা পেয়েও জিততে পারেননি রাশেক রহমান

উল্লেখ্য, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে দ্বাদশ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী রাশেক রহমান পেয়েছিলেন ৭৪ হাজার ৫৯০ ভোট। ৩৫ হাজার ভোট ব্যবধানে রাশেক রহমান পরাজিত হন বাবা এইচ এন আশিকুর রহমানের শিষ্য জাকির হোসেন সরকারের কাছে।

তৃণমূল আওয়ামী লীগে নৌকা প্রতীক পেয়ে রাশেক রহমান রংপুর ৫ আসনে জিততে পারেননি। কিন্তু এখন সরকার পতনের ৫ মাস পেরিয়ে গেলে তিনি সরব হয়েছেন। তা নিয়ে বাংলাদেশে বিশেষ করে রাশেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।