ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরায় ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • সময় ০৭:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 49

রায়পুরায় ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

১২ জানুয়ারি রোববার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে রায়পুরা বাসস্ট্যান্ড বাজার পর্যন্ত “জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগান নিয়ে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি অন্যতম সমন্বয়ক সিয়াম রাজ, ফাহাদুল হক তন্ময়, রাহিম মিয়া, জাহিদুল হক চৌধুরী, সয়ন, ফয়সাল মিয়া, ফখরুল, আদনান মোল্লা প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।

ইতিমধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দিয়েছি। সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানায়।উক্ত ঘোষণাপত্রে এ জনগোষ্ঠীর বিগত দুইশত বছরের লড়াই-সংগ্রামের স্বীকৃতি থাকতে হবে। বিগত ১৬ বছরের জুলুম-নিপীড়ন,রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করাসহ অর্থ পাচারের খতিয়ান থাকতে হবে বলেই ০৭ টি বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে ঘোষণাপত্রে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

রায়পুরায় ঘোষণাপত্রের লিফলেট বিতরণ

সময় ০৭:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

১২ জানুয়ারি রোববার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে রায়পুরা বাসস্ট্যান্ড বাজার পর্যন্ত “জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগান নিয়ে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি অন্যতম সমন্বয়ক সিয়াম রাজ, ফাহাদুল হক তন্ময়, রাহিম মিয়া, জাহিদুল হক চৌধুরী, সয়ন, ফয়সাল মিয়া, ফখরুল, আদনান মোল্লা প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।

ইতিমধ্যে ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দিয়েছি। সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানায়।উক্ত ঘোষণাপত্রে এ জনগোষ্ঠীর বিগত দুইশত বছরের লড়াই-সংগ্রামের স্বীকৃতি থাকতে হবে। বিগত ১৬ বছরের জুলুম-নিপীড়ন,রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করাসহ অর্থ পাচারের খতিয়ান থাকতে হবে বলেই ০৭ টি বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে ঘোষণাপত্রে লিফলেট বিতরণ করা হয়।