০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ০৭:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 43

রেললাইন অবরোধ প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনদফা দাবি জানিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে অনুষ্ঠিত হওয়ায় জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এই অবরোধ শুরু হয়ে দুপুর ১টার দিকে প্রত্যাহার করা হয়।

রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী সজীব শিক্ষার্থীদের তিনদফা দাবি তুলে ধরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

তাদের তিনদফা দাবিগুলো হচ্ছে, (১) রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সব স্তরের শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (২) পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (৩) ঢাকাকে বিকেন্দ্রীকরণ করে নতুন বাংলাদেশ গঠনের জন্য দ্রুত একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।

এর আগে, মঙ্গলবার রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বুধবার সকাল থেকে তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইউজিসি থেকে উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে। তারা সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়ে বিকেন্দ্রীকরণ চান।

অবরোধ চলাকালে রাজশাহীসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহিদুল আলম জানান, অবরোধ চলাকালে ট্রেন চলাচল ব্যাহত হলেও তা প্রত্যাহারের পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ প্রত্যাহার

সময় ০৭:৫৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনদফা দাবি জানিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে অনুষ্ঠিত হওয়ায় জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে রেললাইন অবরোধ প্রত্যাহার করেছেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এই অবরোধ শুরু হয়ে দুপুর ১টার দিকে প্রত্যাহার করা হয়।

রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী সজীব শিক্ষার্থীদের তিনদফা দাবি তুলে ধরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

তাদের তিনদফা দাবিগুলো হচ্ছে, (১) রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সব স্তরের শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (২) পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (৩) ঢাকাকে বিকেন্দ্রীকরণ করে নতুন বাংলাদেশ গঠনের জন্য দ্রুত একটি রূপরেখা প্রণয়ন করতে হবে।

এর আগে, মঙ্গলবার রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। বুধবার সকাল থেকে তার নেতৃত্বে আন্দোলন শুরু হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ইউজিসি থেকে উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে। তারা সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়ে বিকেন্দ্রীকরণ চান।

অবরোধ চলাকালে রাজশাহীসহ দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহিদুল আলম জানান, অবরোধ চলাকালে ট্রেন চলাচল ব্যাহত হলেও তা প্রত্যাহারের পর পুনরায় স্বাভাবিক হয়েছে।