রাতেও সূর্য অস্ত যায় না যেসব স্থানে
- সময় ০৪:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / 248
প্রতিটি মানুষ প্রত্যাশায় থাকে এক নতুন ভোরের। কিন্তু একবার ভাবুন তো, যেখানে সূর্যই অস্ত যায় না, সেখানে নতুন ভোর আসবে কীভাবে ?
পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে, যেখানে সূর্য অস্ত যায় না। অর্থাৎ সেখানে রাত হয় না। তাহলে সেখানকার মানুষ দিনের ক্লান্তি দূর করতে ঘুমায় কখন ?
প্রথমেই আসি উত্তর ইউরোপের দেশ নরওয়ের কথায়। দেশটিকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। দেশটি ভৌগোলিক অবস্থান এটিকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভিন্নরূপ দিয়েছে।
প্রতিবছর মে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত নরওয়ের আকাশ থেকে সূর্য অস্ত যায় না। ফলে টানা আড়াই মাস নরওয়ের মানুষ রাতের দেখা পায় না!
দেশটির আরেকটি বিশেষত্ব হলো আর্কটিক অঞ্চলে অবস্থিত হওয়ায় নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে রাতেও দিগন্ত রেখায় সূর্যের দেখা মেলে। ভ্রমণের জন্য এসব অঞ্চল খুবই জনপ্রিয়। কৌতূহলী পর্যটকরা সেখানে গিয়ে ২৪ ঘণ্টাই দিন উপভোগ করতে পারেন।
কানাডার নুনাভুট অঞ্চল আর্কটিক সার্কেলের ২ ডিগ্রি উপরে অবস্থিত। এখানে বছরের প্রায় দুই মাস সূর্য ডোবে না। শুধু তাই নয়, শীতকালে এই স্থানে টানা ৩০ দিন সূর্যেরও দেখা মেলে না। অর্থাৎ এখানকার মানুষ একদিকে যেমন দুই মাসের টানা সূর্যের ছায়াতলে থাকে, একইভাবে যাপন করতে হয় দীর্ঘ এক মাসের রাত।
জুন মাসে রাতের বেলায়ও সূর্য দেখা যায় আইসল্যান্ডে। দেশটি সাপ ও মশার অনুপস্থিতির কারণে বিখ্যাত। গ্রেট ব্রিটেনের পর আইসল্যান্ড ইউরোপের সব থেকে বড় দ্বীপ।
পোলার নাইটস নামে পরিচিত উত্তর আমেরিকার দেশ আলাস্কার ব্যারো অঞ্চল। দেশটির এ অঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত গ্রীষ্মকালে রাতের আকাশেও সূর্যের দেখা মেলে।
দেশটিতে রয়েছে মুদ্রার উল্টোপিঠও! শুধু সূর্য অস্ত যায় না তাই নয়, নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর শুরু পর্যন্ত টানা রাত থাকে এখানে। যে কারণে ‘পোলার নাইটস’ নামে পরিচিত এই স্থানটি।
ফিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। ইউরোপের এই দেশে গরমকালে একটানা ৭৩ দিন সূর্য ডোবে না। আবার একইভাবে শীতকালে টানা ৩২ দিন সূর্যের দেখা মেলে না এখানে।
প্রাকৃতিক বৈষম্যতার কারণে সে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে, মানুষ শীতকালে বেশি ঘুমায় এবং গরমকালে কম ঘুমায়।
সুইডেন উপরে উল্লিখিত অন্যান্য দেশের তুলনায় সাধারণত উষ্ণ। সুইডেনে সূর্য মধ্যরাতে অস্ত যায়। মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে ভোর সাড়ে ৪টায় আবার উদিত হয়। মাছ ধরা, গল্ফ খেলা, অরোরার আলো, নিম্নভূমি ট্রেইল অন্বেষণের জন্য সুইডেন যেতে পারেন আপনিও।