১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
যৌথ বাহিনী মোতায়েন

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 62

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন গোয়েন্দা সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, স্থানীয় ব্যক্তি সনি এবং এক রিকশাচালক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বিএনপির একটি অফিস ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি জাহিদের মোটরসাইকেলও রয়েছে। এ ঘটনায় রাজশাহীর গণমাধ্যমকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন।

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। মহিলা দলের নেত্রী লাভলী তাকে ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের কর্মীরা লাভলীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা দড়িখড়বোনা থেকে শালবাগান ও রেলগেট এলাকায় ছড়িয়ে যায়।

নগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, বিএনপির দুই পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

যৌথ বাহিনী মোতায়েন

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলি

সময় ০১:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

রাজশাহীতে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন গোয়েন্দা সংস্থার সদস্য তোফাজ্জল হোসেন, স্থানীয় ব্যক্তি সনি এবং এক রিকশাচালক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বিএনপির একটি অফিস ও একটি বাড়ি ভাঙচুর করা হয়। পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি জাহিদের মোটরসাইকেলও রয়েছে। এ ঘটনায় রাজশাহীর গণমাধ্যমকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন।

রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকার মুন রাবেয়া টাওয়ার থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। মহিলা দলের নেত্রী লাভলী তাকে ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের কর্মীরা লাভলীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা দড়িখড়বোনা থেকে শালবাগান ও রেলগেট এলাকায় ছড়িয়ে যায়।

নগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, বিএনপির দুই পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।